
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নলশ্রী জালিস মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহিমের বাবা প্রয়াত আব্দুর রব আকনের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের নিজ বাড়িতে এ দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, মলুহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, বানারীপাড়া মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন খান, এম এ লতিফ বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, উজিরপুর মাহমুদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, সাতবাড়িয়া কারামতিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসেন, আউয়ার ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা আবু তাহের, মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, নাটুয়ারপাড় বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সহসভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ্, ইউপি সদস্য ও যুবলীগ নেতা সুমন মুন্সী, ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতা জামাল বেপারী, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
