Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
১৬ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ লক্ষ্মীপুর প্রতিনিধি রবিন হোসেন তাসকিনঃ লক্ষ্মীপুরে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৬ প্রার্থী। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ১ জন নারী। এই নিয়োগে মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হয়েছে আগ্রহী প্রার্থীরা।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা পুলিশ লাইন্সে ‘চাকরি নয় সেবা’ এ স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। মুহূর্তে আবেগাপ্লুত হয়ে যায় পুলিশ লাইন্স মাঠ।
একইসময় অনেক অভিভাবকও আবেগে কান্নায় ভেঙে পড়েন। ১২০ টাকায় পুলিশে চাকরির বিষয়টা তাদের কাছে রূপকথার গল্প মনে হয়েছে। উপস্থিত অনেক অভিভাবক পুলিশকে জড়িয়ে ধরেন। মনে হয়, দীর্ঘদিনের সুসম্পর্ক পুলিশ সুপারের সঙ্গে তাদের।
পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৬৫ পুরুষ কনস্টেবল ও ১ নারী পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে তাদের চাকরি হয়েছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ কনস্টেবল পুলিশ সদস্যদের সবচেয়ে বেশি ভূমিকা থাকবে। দেশ ও জনগণের জন্য সঠিকভাবে তারা দায়িত্ব পালনের পাশাপাশি সেবা দিয়ে যাবেন। এই নিয়োগ প্রক্রিয়া তাদের জন্য অন্যতম একটি ধাপ। তাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনী।