Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
১৬ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার, বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও(UNO) মোহাম্মদ আল-মারুফ’ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আরেফীন খান, বিভিন্ন তথ্য তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল। বক্তব্য রাখন প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, মোশাররফ হোসেন, জুয়েল রানা সহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা জানিয়ে বলেন, চতুর্থ পর্যায়ে খাস জমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ২ কক্ষ বিশিষ্ট্য
 ২-শত ৮৯ ‘ক’ শ্রেণীর ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তাত্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যা আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী সারাদেশের সঙ্গে একযোগে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। এ পর্বে উপজেলায় মোট ৫-শত পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এ নিয়ে উপজেলায় এ সংখ্যা দাড়িয়েছে মোট ১ হাজার ৬’শ ৯২। অপেক্ষমান ৫শ টির মধ্যে ১’শ ১১টি নির্মাণ কাজ চলছে বলে জানা গেছে।