Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১৮ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ দেশের রপ্তানী ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা অব্যহত রাখার লক্ষ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এর আওতায় বাংলাদেশ ব্যাংকের গঠন করা ০৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ১৬ মার্চ ২০২৩ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেনের নিকট হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।