Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
১৮ মার্চ, খোলা বাজার অনলাইন ডেস্কঃ সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘প্রেসক্লাব সুন্দরগঞ্জ’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ। শনিবার সকালে ক্লাব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারীর প্রতিনিধি হিসেবে ছিলেন দহবন্দ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জাপা সভাপতি আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা। ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বক্কর সিদ্দিকর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ক্লাব’র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী সরকার, সহ-সাধারণ সম্পাদক নূর আলম মিয়া। বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে নাজমুল হোসেইন আকন্দ সবুজ, মানিক চন্দ্ৰ বর্মণ, সুমন মিয়া, ফিরোজ কবীর প্রমূখ।