শনি. এপ্রি ১, ২০২৩
Advertisements

অন্তর কুমার রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশুর নিহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলা সদরের ব্র্যাকমোড় থেকে শেখ হাসিনা ধরলা সেতু সড়কের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মেরাজ হোসেন (৪)। সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার এলাকার স্বপন মিয়ার ট্রাক্টর ধরলা নদীর চর থেকে বালুবোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিল, ট্রাক্টরটি বেপরোয়া গতিতে কাশিয়াবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়। ট্রাক্টর চাপায় গুরুতর আহত হয় শিশু মেরাজ। পরে ট্রাক্টরের চালক কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাক্টরের মালিক ও চালকের বিরুদ্ধে অভিযোগ করলে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো।