২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ স্টাফ রিপোর্টারঃ “বন্ধু চলো সবাই
প্রকৃতি যেখানে হৃদয় ছুয়ে যায়”
এই স্লোগানে দক্ষিণ সাধারচর ভোরের হাওয়া সংগঠনের বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল। চট্রগ্রামের সীতাকুণ্ডে গত শনিবার (১৮ মার্চ) এই বনভোজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মোগল হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ক্রিরা সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক ইকবাল, কোষাধ্যক্ষ মাকসুদুল, এছাড়াও সিনিয়র সদস্য চন্দন, বায়েজিদ, রোবেল উপস্থিত ছিলেন। খেলোয়াড় দের মধ্যে উপস্থিত ছিলেন মইন,আবির,সাইদসহ আরো অনেকে।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমেন,লুৎফর, জাহাঙ্গীর, লিটন প্রমুখ।বনভোজন আয়োজনে সহযোগিতায় ছিলেন ছোটন, কামরুল ও মাসুদ মাষ্টার । উল্লেখ সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাদী ভুঁইয়া, সেক্রেটারি, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভোরের হাওয়া সংগঠনি বিভিন্ন বিনোদন মুলক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে।