Fri. Oct 17th, 2025
Advertisements


২১ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ “খেলাধূলা না করলে নিছক বিদ্যা অনুশীলনে যৌবনের উদ্যম শক্তি ও কর্মদক্ষতার অপচয় ঘটবে” এই শ্লোগান নিয়ে পটুয়াখালী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনে ৪৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন এবং পায়রা উড়িয়ে বিদ্যালয়ের ৪৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনীন্দ্র চন্দ্র দত্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মোঃ গোলাম সরোয়ার, লাউকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আশিষ কুমার চক্রবর্তী। পরে বিকেলে সাংস্তৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।