Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২২ মার্চ খোলা বাজার অনলাইন ডেস্কঃ  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্টস গ্লোবাল মানি উইক-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ১৭৬টি দেশের সাথে তাল মিলিয়ে “’আপনার অর্থ পরিকল্পনা করুন, আপনার ভবিষ্যৎ রোপন করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক বিষয়ে সচেতনতা তৈরিতে এ উৎসবের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ। মুলত যুব সমাজকে সঞ্চয়ী, মিতব্যয়ী এবং উদ্যোক্তা তৈরিতে অনুপ্রাণিত এবং প্রশিক্ষিত করে তুলতে মার্চ ২০-২৬, ২০২৩ পর্যন্ত গ্লোবাল মানি উইক পলিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নুর তুষার, ফিউচার নেশন’র (ইউএনডিপি) দেবাশীষ রায়, এসকেবিএফ এর এম্বাসেডর শায়লা আবেদীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপেদেষ্টা প্রফেসর উজ্জ্বল কে চৌধুরী, ব্যারিস্টার শেহরীন সালাম চৌধুরী, পরিচালক এনভয় গ্রুপ, হারনেট এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও মিস অলিশা প্রধান, বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কে এম হাসান রিপন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক আমেনা হাসান এনা।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের জাতির ভবিষ্যৎ আখ্যা দিয়ে বলেন, গ্লোবাল মানি উইক উদযাপনের মধ্য দিয়ে তরুণরা অর্থ উপার্জন, জীবন-জীবিকা, নিয়োগ-বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে সচেতন হয়। এমনকি নবীন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার অনুপ্রেরণা পায়। গ্লোবাল মানি উইকের কার্যক্রম আমাদের দেশের নতুন প্রজন্ম কে সঠিক ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এই প্রত্যাশা করেন বক্তরা।