Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

গত ১০ই মার্চ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাতারকুল স্থায়ী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত এক বণার্ঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায়ী অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬ হতে ৩০ তম ব্যাচের সর্বমোট ২১০ জন শিক্ষার্থী বিদায় নেন। জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসালাম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা স্যার, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব ডা. শহীদুল কাদির পাটোয়ারী স্যার, রেজিস্টার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম স্যার, প্রফেসর মোঃ শাহ আলম চৌধুরী স্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাননীয় চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন স্যার এবং কো-অর্ডিনেটর মোঃ মঞ্জুর মোর্শেদ স্যার।

অনুষ্ঠানটি বিকেল ৪ ঘটিকায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করে নেয়। সম্মানিত অথিতিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে বলেন এবং উচ্চতর শিক্ষা অর্জনের পাশাপাশি দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত হতে উদ্বুদ্ধ করেন।