ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি: পিরোজপুর ইন্দুরকানীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি-জেপি ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় (৩০ মার্চ) ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির দলীয় কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক ও ২ং পত্তাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহীন হাওলাদার এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ২ আসনের সাংসদ সদস্য ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
এসময় প্রধান অতিথি জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তার বক্তব্যে বলেন বিশ্বে মন্দার কারনে দেশের পরিস্থিতি ভালো না তাই আমাদের সকলের উচিত মিলেমিশে থেকে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করা তাহলেই আমরা সবাই ভালো থাকবো। তিনি আরো বলেন স্বাধীন দেশে আপনারা যার যে মতাদর্শ ভালো লাগে সে দল করবেন। তবে ঝগড়া ফ্যাসাদ করলে বা অনৈক্য থাকলে কখনোই এলাকার উন্নয়ন হয়না।
এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব ও ৪নং ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করীম তালুকদার ইমন, ভান্ডারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জ্বল, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য মো: মাহিবুল ইসলাম মাহিম, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবীর হোসেন বয়াতী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হক দুলাল, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, উপজেলা জাতীয় পার্টি জেপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়।