Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় মঙ্গলবার বিকেলে ‘অং হেলথ এ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের’ আয়োজনে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে এ উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে বেলা এগারোটায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। কিশোর কিশোরীরা এ উৎসবে অংশগ্রহন করতে পেরে রাখাইন পরিবারের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
অনুষ্ঠানে কুয়াকাটা রাখাইন পল্লির মাতব্বর উচান চিন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া ৪ আসনের সংসদ মোহাম্মদ মুহিবুর রহমান মুহিব। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর হাসনাইন পারভেজ সহ রাজনৈতিক নেতৃবৃন্দরা।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কলাপাড়া উপজেলার ৭৩০ জন ‘অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য’ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ধানখালী ইউনিয়নের স্বপ্নের ঠিকানা আবাসন প্রাঙ্গনে ও ধানখালীর লোন্দা এতিমখানা প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।

জানা গেছে, উপজেলার ধানখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৫০ জন অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আরও ৫০ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এ ছাড়া পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্প স্বপ্নের ঠিকানার ১৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকেও এ সহায়তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের তদারকির দায়িত্বে ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের  উপ-বিভাগীয় প্রকৌশলী হারু অর রশীদ, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো প্রমুখ।

পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিসিপিসিএল সর্বদা অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত সহায়তার কলেবর বৃদ্ধির চেষ্টা করছে।