Tue. Oct 14th, 2025
Advertisements
ফেরদৌস আলম,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপড়হাটী (বামনটারী) গ্রামের বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বর্মন পরলোক গমন করেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৫ এপ্রিল অসুস্থ জনিত কারণে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  বুধবার বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বর্মনের মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা বা গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান। এ সময় ছিলেন থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজামান ও ছাপড়ীহাটী ইউপি চেয়ারম্যান কনক গোস্বামী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, বীর মুক্তিযোদ্ধা মহিমারঞ্জন বর্মন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ বর্মন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ প্রতাব সিংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।