অনলাইন ডেস্ক ,দৈনিক খোলা বাজারঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. শওকত আলী খান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন গুনীএই ব্যাংকার। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে অভিজ্ঞ এই ব্যাংকার রূপালী ব্যাংকে সাফল্যের সাথে উপ-ব্যবস্থাপনা পরিচালকেরদায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। সুদীর্ঘ ২৫বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের এইচ আর, শিল্প ঋণ, এসএমই, আইটি, ট্রেজারিএবংআন্তর্জাতিকবিভাগসহবিভিন্নগুরুত্বপূর্ণ বিভাগসমূহেরপ্রধানহিসেবে দায়িত্ব পালনকরেন। এছাড়াওতিনিরূপালীব্যাংকেরপ্রধানরিস্ক অফিসার, ক্যামেলকোপ্রধান ও ক্রীড়াপরিষদের সভাপতির দায়িত্বওপালনকরেছেন।
মো.শওকতআলীখান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেবিএসসি(সম্মান) ও এমএসসিএবংঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএডিগ্রীঅর্জনকরেন।তিনি দেশ-বিদেশেব্যাংকিংবিষয়েবিভিন্নপ্রশিক্ষণকর্মশালায়অংশগ্রহণকরেন।
মো.শওকতআলীখানটাঙ্গাইলের সখিপুরউপজেলারএক সম্ভ্রান্তমুসলিমপরিবারেজন্ম গ্রহণকরেন। ব্যক্তিগত জীবনেতিনি এক পূত্র ও এক কন্যাসন্তানেরজনক।