Fri. Oct 17th, 2025
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্মচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে। ঘূর্ণিঝড়ের নামকরন করা হয়েছে “মোখা”। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় মোখা বৃহস্পতিবার সকালে পায়রা সমুদ্র বন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে ঘূণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূূলীয় জেলা পটুয়াখালীর আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।