Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীতে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় শেখ রাসেল শিশু পার্ক সংলগ্ন মাঠে দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চেম্বারের আয়োজিত শিল্প ও বানিজ্য মেলার  ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন)। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদসহ পরিচালকবৃন্দ ও সুধীবৃন্দ। মেলা চলবে ১৫ জুন পর্যন্ত। মেলায় বিভিন্ন জেলার দুই শতাধিক  ব্যবসায়ী উদ্যোক্তা অংশগ্রহন করেন বলে চেম্বারের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন জানিয়েছেন।