Fri. Oct 17th, 2025
Advertisements

অনলাইন ডেস্ক,দৈনিক খোলা বাজারঃ  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত ব্যাংক ও এজেন্ট আউটলেটের কর্মকর্তাদের নিয়ে রেমিট্যান্স প্রদান, বিআরইবি অটোমেশন, এমক্যাশ এজেন্ট অ্যাপ এবং পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট নামে চালুকৃত নতুন প্রোডাক্টের পরিচালন বিষয়ক এক কর্মশালা ৩০ মে ২০২৩, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোর্শেদ।