Sat. Oct 18th, 2025
Advertisements

১৪জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ (ক্যাশ) ও ২ শতাংশ বোনাস (স্টক) লভ্যাংশ রয়েছে।

আজ বুধবার (১৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

এজিএমে জানানো হয়, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২.১৭ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৭১ টাকা এবং নিট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ৪.৭৩ টাকা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ও আলহাজ মোশাররফ হোসেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, হাসনে আলম এবং মু. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি অসীম কুমার সাহা, শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।