Sat. Oct 18th, 2025
Advertisements


২৩জুন খোলাবাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ অবশেষে পায়রায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ভিড়ল ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ।গত বৃহস্পতিবার রাতে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। আজ শুক্রবার দুপুর থেকে লাইটার জাহাজে কয়লা খালাশ শুরু হয়েছে।

পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান খোলা বাজারকে বলেন, ২০০ মিটার দীর্ঘ এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ জাহাজটির ড্রাফ্ট ১০মিটার। শনিবারের মধ্যে মাদার ভ্যাসেলটি তাপ বিদ্যুতকেন্দ্রের জেটিতে ভিড়বে। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং ইন্দোনেশিয়ার বালিকপানান শহর থেকে কয়লা নিয়ে এসেছি।

এদিকে কয়লা আসার কারণে আগামী রবিবার (২৫জুন) থেকে ১৩২০ মেগাওয়াট সম্পন্ন পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে। এর আগে ৫ জুন কয়লা সংকটে বিদ্যুত কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।