Thu. Oct 23rd, 2025
Advertisements

০৬জুলাই খোলাবাজার অনলাইন ডেস্ক : রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত তৃতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক লিমিটেডকে অগ্রণী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন প্রদান করা হয়েছে। ফলে এখন থেকে অগ্রণী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম শুরু করবে।

সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, সরকারের প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন, পরিচালনা পর্ষদের পরিচালক বিশ^জিৎ ভট্টাচার্য খোকন এনডিসি, মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, কেএমএন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, তানজিনা ইসমাইল, মো. শাহাদাৎ হোসেন, এফসিএ এবং মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এবং নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীন, কোম্পানী সচিব এস এম তাওহীদে রব্বানী উপস্থিত ছিলেন।

সংশোধিত কোম্পানী আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানী শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানীর ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানী বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।