Tue. Aug 26th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

২৩আগস্ট খোলাবাজার অনলাইন ডেস্ক : চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদেশে অর্থবিনিয়োগ, স্থানান্তর নিয়ে ওঠা অভিযোগ সংক্রান্ত হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা (স্টেটাসকো) দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ফলে গত ৬ আগস্ট স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী যে আদেশ দিয়ে ছিলেন, তা যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মোহাম্মদ সাইফুলআলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের আবেদনে শুনানির পর আজ বুধবার এআদেশ দেন বিচারপতি  এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

শুনানির পর হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গবেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।আগামী বছরের ৮ জানুয়ারি শুনানির তারিখ রেখে চেম্বার আদালত আদেশ দেন। ওই দিন আবেদনটি কার্যতালিকায় ১০ নম্বর ক্রমিকের পরে থাকবে।