Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল রেটিং ২০২২-এ সেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ- এর কাছে এই প্রশংসাপত্র হস্তান্তর করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর, গ্রীণ রিফাইন্যান্স, সিএসআর এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি সূচকের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এই রেটিং প্রদান করেছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, “আমরা সবসময় সাসটেইনেবলভাবে আমাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছি। জাতিসংঘের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য হিসেবে আমরা আমাদের সকল উদ্যোগে সাসটেইনেবিলিটি বজায় রাখি। আমরা বাংলাদেশ ব্যাংককে তাদের অব্যাহত সহায়তা ও নির্দেশনার জন্য ধন্যবাদ জানাই।”