Mon. Sep 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে যুব গেমসে স্বর্ণ পদক বিজয়ী আব্দুস সোবহান-এর কিডনী ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ-এর নিকট থেকে আব্দুস সোবহান-এর পক্ষে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন এর যুগ্ম সম্পাদক জনাব মোস্তাক ওয়াইজ উক্ত অনুদানের ৩ লাখ টাকার চেক গ্রহণ করেন। আব্দুস সোবহান রংপুর জেলার সদর থানাধীন ভগিবালা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ২০২৩ সালের মার্চ মাসে অনুষ্ঠিত যুব গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক পান। আব্দুস সোবহান বর্তমানে কিডনী জটিলতায় অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে কিডনী বিভাগে চিকিৎসারত।

চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, ওয়ার্ল্ড স্পোর্টস এ্যালাইয়েন্স এর সেক্রেটারী জেনারেল প্রফেসর ড. জাহিদ হক, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন এর ম্যানেজার জনাব দেবাশীষ ঘোষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা উপস্থিত ছিলেন।