ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে।
সুদীর্ঘ ১৮ বছর যাবত পাঁচপীর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কোন কমিটি না থাকায় মসজিদের তেমন কোন উন্নয়ন হয় নি। সরেজমিনে দেখা যায় যে, উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী পাঁচপীর হাটে অবস্হিত এ মসজিদটি এলাকার মধ্যে আয়তনে সর্ব বৃহৎ মসজিদ তবে এ মসজিদটির নিজস্ব কোন প্রসাবখানা ও বাথরুম নেই। ২৫ কিংবা ২৮ বছর পূর্বে একটি কোন রকমে হাযত কাজ সাড়ার জন্য বাথরুম নির্মান করা হলেও দীর্ঘ দেড় যুগ ধরে তা সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে নিয়মিত মুসল্লি ও বহিরাগত সালাত আদায়-কারীদের চরম বিড়ম্ববনা পোহাতে হয়।
গত ৩ মাস পূর্বে মসজিদের উন্নয়নের স্বার্থে বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান ও আলহাজ্ব আবু-বক্কর সিদ্দিক সহ কয়েকজনের সমন্বয়ে একটি এ্যাডহক কমিটি গঠন করেন। উক্ত এ্যাডহক কমিটি ১৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন- আবুল বারাকাত সাজু(পেশ ইমাম), হারুন অর রশিদ (আল আমিন), শাহজাহান আলী পিনু, হযরত আলী, লুৎফর রহমান বুলু, হবিবুর রহমান, জহুরুল হক, জয়নাল আবেদীন, মিলন মিয়া, আবু তাহের, আব্দুর রাজ্জাক, আব্দুল মজিদ ও হাফিজুর রহমান।
এদের মধ্যে থেকে ধর্মীয় দিক লক্ষ্য করে যোগ্যতার ভিত্তিতে পরবর্তী-তে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার নির্বাচন করা হবে। এই কমিটি আগামী ৩ বছর মসজিদের উন্নয়ন কাজ পরিচালনা করবেন।