Tue. Oct 14th, 2025
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর শাখাসমূহে হজ ও ওমরাহ্ সেবা কার্যক্রম শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের অনুষ্ঠানে বক্তব্য দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মোঃ ওবায়দুল ইসলাম, মোঃ আব্দুর রহিম দুয়ারী, মোঃ মাজহারুল ইসলাম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ।
এ কার্যক্রমের আওতায় হজে গমনেচ্ছুকগণ হজের রেজিস্ট্রেশন ও ওমরাহ্ সংক্রান্ত সকল ধরণের সেবা ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে গ্রহণ করতে পারবেন।