Fri. Oct 17th, 2025
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ অভাবের তাড়নায় দত্তক দেওয়া শিশুকে উদ্ধার করে মা ছিনা বেগমের কোলে ফিরে দিয়েছেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সাদুল্লাপুর থানা পুলিশ । একই সঙ্গে নগদ অর্থ দিয়েও সহযোগিতা করেছেন থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় । দরিদ্র পরিবারের গৃহবধূ ছিনা বেগম। চায়ের দোকান দিয়ে কোনমতে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন। এরই মধ্যে তার কোলজুড়ে আসে ফুটফুটে একটি ছেলে সন্তান। কিন্তু নানা অভাব-অনটনের তাড়নায় এ শিশুকে দত্তক দিয়েছিলেন তিনি। পরবর্তী বিষয়টি নজরে আসে মানবিক পুলিশ সুপার মো. কামাল হোসেনের। অবশেষে ওই শিশুকে উদ্ধার করে তুলে দেওয়া হয় মায়ের কোলে।

পুলিশ জানায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মাছপাড়ার ছিনা বেগমের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের লোকমান হোসেনের বিয়ে হয়। স্বামীর অভাবের কারণে নিজে  চায়ের দোকান দিয়ে সংসার চালানোর চেষ্টা করছিলেন। এরই ধারবাহিকতায় সম্প্রতি ছিনা বেগম একটি ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু অভাবের কারণে এই নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। তাই চিন্তামুক্ত থাকতে গাইবান্ধা সদরের পুলবন্দী এলাকার এন্তাজ আলীর ছেলে ও নি:সন্তান মামাতো ভাই সুমন মিয়াকে শিশুটি দত্তক দেয়। এরই মধ্যে এই ঘটনাটি  গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের নজরে আসে এবং তার নির্দেশে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই)  গোফফার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পুলবন্দী থেকে ওই শিশুকে উদ্ধার করেছেন।

২৫ সেপ্টেম্বর,সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, পুলিশ সুপার মো. কামাল হোসেন স্যারের নির্দেশক্রমে ১ মাস ২ দিন বয়সী ওই শিশুকে  উদ্ধার পূর্বক  তার  মা ছিনা বেগমের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসময় পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও করা হয়।