Fri. Oct 17th, 2025
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গ্রামীন কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা, যেন দেখার কেউ নেই। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে গ্রামীন কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা হয়েছ।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচা রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ইউনিয়নের  তিলক পাড়া রাস্তাটি আর ভরসা কোল্ড স্টোরেজ পর্ষন্ত, পীরেরহাট থেকে খামার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত, ধাপেরহাট বন্দরের সাদুল্লাপুর সড়ক থেকে   হাসান পাড়া হয়ে গোবিন্দপুর ডিউটির ঘর পর্ষন্ত, মহাসড়ক থেকে তিলক পাড়া পর্যন্ত, কাঁচা রাস্তাটিসহ ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচা রাস্তা একদম চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

অপরদিকে সদর পাড়া, উত্তর পাড়াসহ ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচা রাস্তার বেহাল দশা। অথচ এই এই ইউনিয়নসহ আশপাশের এলাকাগুলো কাঁচামাল উৎপাদন এলাকা হিসাবে বেশ পরিচিতি রয়েছে। কৃষকরা তার উৎপাদিত কাঁচামাল ঠিকভাবে  হাটে আনতে পারছেনা খানা খন্দ আর কাদার কারণে।

তিলক পাড়া গ্রামের তরাই চাষী রফিকুল ইসলাম বলেন, রাস্তায় এমন কাঁদায়ে মালামাল নিয়ে ভ্যান যাওয়া দুস্কর।হাসান পাড়ার কৃষক শফিকুল ইসলাম সাগর  বলেন বৃষ্টি পড়লে এই কাঁচা রাস্তা দিয়ে যাওয়াই যায়না,ছেলে মেয়েরা স্কুলে গিয়ে অনেক সময় কাঁদা রাস্তায় পড়ে জামা কাপড় নষ্ট করে ফেলে।

পালান পাড়া গ্রামের ময়নুল ইসলাম বলেন, চেয়ারম্যান মেম্বাররা ভোট আসলে ভোট নেয় রাস্তাঘাট ভোলো করার কোন কথা নাই,কাঁদা রাস্তায় মুনুষ চলাচল করতে পারছেনা একটু রাবিশ পর্যন্ত কেউ দিলোনা।

সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ৩ কিলোমিটার ঘুরে বাড়ি যাচ্ছি, রাস্তা কাঁদার কারনে আমরা চলাচল করতে পারছিনা, আমরা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি যাতে এলাকার কাঁচা রাস্তা গুলোতে অন্তত রাবিশ দিয়ে হলেও চলাচলের উপযোগী করা দরকার।

প্যানেল ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, আমাদের সাধ আছে সাধ্য নাই, এমনিতেই লাল মটি এলাকা, তার উপর ঘন বৃষ্টির কারনে কাঁচা রাস্তা গুলোর অবস্থা অত্যান্ত খারাপ, আমি এমপি মহোদয়ের কাছে আবেদন জানাই উনি যেন আমাদের অবহেলিত ধাপেরগাট ইউনিয়নের দিকে একটু নজর দেন। গ্রামীন কাঁচা রাস্তা গুলো পাঁকা করন করা দরকার এমনটাই দাবি এলাকার সচেতন মহলের।