খোলা বাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের “Long Term Financing Facility (BB-LTFF)” এর আওতায় রপ্তানী ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে ১০ অক্টোবর ২০২৩ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিসেস নুরুন নাহার এর উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব আব্দুল আজিজ এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্রেটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট এর পরিচালক মিসেস লিজা ফাহমিদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।