Tue. Oct 14th, 2025
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার মহিমাগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন আব্দুল সোবহান আকন্দ(৬৫) নামে এক স্টেশন মাস্টার।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মহিমাগঞ্জ স্টেশনে ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

জানা যায়,‌‌ মো. আব্দুল সোবহান আকন্দ মহিমাগঞ্জ স্টেশনের (টিএলআর) স্টেশন মাস্টার ছিলেন। স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা চলন্ত ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনে সুবহান আকন্দ গাইবান্ধা আসার উদ্দেশ্যে উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এ সময় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মহিমাগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, আব্দুস সোবহান মহিমাগঞ্জ স্টেশনে টিএলআর (চুক্তিভিত্তিক) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেন তিনি। এ সময় চলন্ত করতোয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন। এতে পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা গুরত্বর আহত আব্দুস সোবহানকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মহিমাগঞ্জ স্টেশন মাস্টার (চলতি দায়িত্ব) মো. সোহাগ মিয়া জানান, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে শুনেছি ।