Tue. Oct 28th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মেটলাইফ, বিশ^ব্যাপী স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফ ইন্সুরেন্স কোম্পানি, বাংলাদেশে যার এক মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে।

এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের মাধ্যমে যেসকল গ্রাহকদের বেতন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই সকল গ্রাহকবৃন্দ মেটলাইফ বাংলাদেশ থেকে লাইফ ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং মেটলাইফ বাংলাদেশ-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট এম এম রবিউল হাসান এবং মেটলাইফ বাংলাদেশ-এর এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মোহাম্মদ আসিফ শামস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।