Fri. Sep 12th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক :  গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০২৪ রাজধানী ঢাকার বনানীস্থ শেরাটন ঢাকায় ২০ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি বছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।