Sun. Oct 12th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা সহ পার্শ্ববর্তী ৪টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অসহায় মহিলাদের মাঝে ফ্রী সেলাই মেশিন বিতরণ করা হয় এবং গোয়ালঘুন্নীতে মেডিকেল ক্যাম্পে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬,৭৫৩ জনকে ফ্রি চিকিৎসা সহ ঔষধ প্রদান এবং ৭১৮ জন চক্ষু রোগীকে ফ্রী চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ ফয়সাল বিপ্লব। সভাপতিত্ব করেন আলহাজ্ব নূর মোহাম্মদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখা সমুহের শাখা-ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।