Tue. Oct 14th, 2025
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২৯ লাখ টাকার সোনাসহ হাফিজ হাসান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাসকাট বিমানবন্দর থেকে ওমান এয়ারওয়েজের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৮১০ গ্রাম ওজনের সোনার বার ও অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দার বিশেষ টিম।

আজ বুধবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উড়োজাহাজটির ৩২এ সিটের যাত্রী হাফিজ হাসানকে তল্লাশি করা হয়। এসময়
তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো সোনার বার উদ্ধার করা হয়। পরে গণনা করে ৩২টি সোনার বার পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দ করা সোনার মোট ওজন ৩ হাজার ৮১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা।
জব্দ করা সোনার বারগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।