Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করেছেন এক তরুনী। সোমবার (৩০ জানুয়ারি) থেকে শুরু করে এখনও অনশন করছেন বরগুনার পুরাঘাটা এলাকার ঐ তরুনী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।
জানা গেছে, দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কাইয়ুম ঢাকায় একটি শোরুমে চাকরি করেন। সেখানে কাইউমের সঙ্গে ঐ তরুনীর পরিচয় হয়। তরুনীর বাড়ি বরগুনার পুরাঘাটা এলাকায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে এক বছর বসবাস করেন তারা। ১ জানুয়ারি কাওকে কিছু না জানিয়েই বাসা থেকে চলে যায় কাইয়ুম। পরে ঐ তরুনী অনেক খোজাখুজি করে কাইয়ুমের নিজ বাড়ি পটুয়াখালীতে চলে যায়। সেখানে গেলে তরুনীকে দেখে পালিয়ে যান কাইয়ুম। পরে সেই বাড়িতেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন তিনি।
এ ব্যাপারে কাইউমের বাবা মোশাররফ মৃধা বলেন, “আমার ছেলে বিয়ে করেছে কিনা তা আমি জানি না। ওই মেয়ে আমার ছেলেকে স্বামী দাবি করছে। এখন ছেলে বাড়ি আসলে তারপর যা করার করবো”।
দুমকি থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।