Sun. Oct 12th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা ইস্ট জোন, ঢাকা সাউথ জোন ও ঢাকার পাচঁটি কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন ৫ মার্চ, ২০২৪ যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির, কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান। ঢাকা ইস্ট জোনপ্রধান মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান সিকদার মোঃ শিহাবুদ্দীন। ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখাপ্রধান মোঃ মাহবুব-এ আলম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধতন নির্বাহী, পাচঁ কর্পোরেট শাখাসহ দুই জোনের অধীন শাখাসমূহের প্রধান, উপ-শাখা ইনচার্জ ও সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।