Mon. Oct 13th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক :  সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ৬ মার্চ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলে টগুলো উদ্বোধন করেন। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনাপরিচালক আব্দুলহান্নানখান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিংডিভিশে নরপ্রধান মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনে রপ্রধান মোঃ মনিরুজ্জামান এবং শরী’আহসুপার ভাইজরী কমিটি সেক্রেটারি য়েটেরমুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন সহ ঊর্ধ্বত ননির্বাহীবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান, শাখ্যা বস্থাপক, আউটলেট গুলোর এজেন্টসহ স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট লাহচ্ছে- কিশোরগঞ্জের কটিয়াদি গচিহাটা বাজারে,নরসিংদীর ঘোড়াশাল বাজারে ,কক্সবাজারের মহেশখালীর , নাটোরের সাহেব বাজার দ্বারীখৈরে ,কুমিল্লার হোমনায় মঙ্গলকান্দি বাজারে ও মুরাদনগরের বাংগরাগাজীর হাটবাজারে এবং ফরিদপুরের ভাংগায় শরিফাবাদ বাজারে। প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এরমাধ্যমে দেশের আনাচে কানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আশা করি আজ যে সকলএলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো সে সকল এলাকার সকল শ্রেণিপেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।