Mon. Oct 13th, 2025
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন বিনিয়োগ সুবিধার বিপরীতে ক্রেডিট গ্যারান্টি সুবিধার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোহন মিয়া এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগের পরিচালক নাহিদ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিপি ও হেড অব এসএমই মোহাম্মদ জাকির হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।