Mon. Oct 13th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ “শান্তির জন্য পানি”- এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বনাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এর সভাপতিত্বে এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মাদ ওবায়দুর রহমান।

জেলা প্রশাসক কাযালয় সাধারন শাখার সহকারী কমিশনার মোঃ তানজিল করিম এর সঞ্চালনে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মইনুল হাসান, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান,কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশরী মোঃ রাকিব হোসেন,উপকূলীয় বিভাগীয় সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহম্মেদ। এ সময় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন সুবিধাভোগী এবং গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পানির অপর নাম জীবন, সেই জীবনকেই আমরা বিভিন্ন উপায়ে অপচয় করছি। ইতিমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে আমরা নিরাপদ পানযোগ্য পানির সংকটে ভুগছি। তাই নিরাপদ পানির যোগান ও অপচয় রোধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।