Tue. Oct 14th, 2025
Advertisements
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আসছে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজনীন হক মিনু তার প্রার্থীতা ঘোষণা করেছেন। রবিবার ২৪ মার্চ সকাল ১০ টায় তিনি বানারীপাড়া ডাকবাংলোর হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। এসময় তিনি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া-আর্শিবাদ ও সহযোগীতা চান। তিনি আমরণ মানুষের পাশে থাকার কথা ব্যক্ত করেণ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
নাজনীন হক মিনু বলেন, তিনি বানারীপাড়া উপজেলা নারী নেত্রী নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক এবং তিনি একজন জয়িতা। তিনি ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সামাজিক অনেক ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত
রেখে কাজ করে যাচ্ছেন। কোভিড সংকট কালীন তিনি মানুষের দুয়ারে দুয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সুনাম অর্জন করেছেন। নাজনীন হক মিনু আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে ২০০১ সালে তার শিক্ষিকার চাকরিটিও হারান।  তিনি নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে গ্রামকে শহুরে সুবিধার আওতায় নিয়ে আসার সুপ্ত অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে সরকারী যে ভাতার টাকা পাব তাও আমি অসহায় দুঃস্থদের মাঝে বিলিয়ে দেব।প্রার্থী ঘোষণা করার সময় তার সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।