Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর উদ্যোগে দিনব্যাপী “জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১ লা জুন, ২০২৪) রংপুরের একটি স্থানীয় মিলনায়তনে উক্ত কর্মশালাটির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক জনাব মোঃ রুহুল আমিন। এ সময় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক জনাব মোঃ গোলাম মহিউদ্দিন সরকার এবং যুগ্মপরিচালক (ক্যাশ) জনাব মোঃ আব্দুল মতিন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি-এর হেড কারেন্সী ম্যানেজমেন্ট জনাব উইলিয়াম চৌধুরী ও রংপুর শাখা ব্যবস্থাপক জনাব মাহমুদা বেগম।
উক্ত কর্মশালায় ব্যাংকের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন শাখা-উপশাখার প্রায় শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন।