বৃহঃ. অক্টো ১০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ছিন্নমুল শিশুদের নিয়ে ফলাহার অনিুষ্ঠিত হয়েছে এইচডিটি, বাবুই ও এপেক্স ক্লাব, পিরোজপুরের যৌথ আয়োজনে আজ শুক্রবার (২৮ জুন)এপেক্স ক্লাব মিলনায়তনে শতাধিক ছিন্নমূল শিশু ও অভিভাবকদের নিয়ে মধুমাসের রসালো ফলদিয়ে ফলাহার অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ব্যবসায়ী সিমিতর সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, বিশেষ অথিথি ছিলেন এপেক্স ক্লাবের লাইফ মেম্বর ও এপেক্সনৈশ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমানের পরিচালনায় ও এপেক্স ক্লাব, পিরোজপুরের সভাপতি আবু সাঈদ নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এইচডিটির সদস্য মশিউর সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে ফল নিয়ে কুইজ প্রতিযোগিতা পুরস্কার ও বিভিন্ন ফল বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।