বৃহঃ. অক্টো ১০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পিরোজপুর প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেড়ে পিরোজপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার রাত ১০ টার দিকে পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কের এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম । গুরত্বর আহত ব্যবসায়ী শাহারুল শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ব্যবসায়ী শাহারুল শেখ (৫২) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার লাইড়ী এলাকারা মৃত তৈয়ব আলী শেখের পুত্র। সে পিরোজপুর শহরের সদর রোডে ফলের ব্যবসা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী শাহারুল শেখ জানান, তার সাথে দীর্ঘদিন যাবদ জমি নিয়ে তার বাড়ীর এলাকায় বিরোধ চলতে ছিলো। তারা কয়েকদিন যাবত তাতে নানা ভাবে হুমকি ও টাকা চেয়ে হয়রানী করে আসছিলো। রাতে তার দোকান বন্ধ করে বাসায় যাবার পথে কালিবাড়ী সড়কে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকজন হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা তার মাথায়, দুই হাতে পা সহ শরীরের বিভিন্ন স্থানে হামলা চালায়। পরে তিনি ডাকৎ-চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রুহিতোষ দাস জানান, হামলার আহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম জানান, ঘটনার পরপই পুলিশ হাসপাতালে এসে রোগীকে উদ্ধার করেছে। এছাড়া আহত ব্যবসায়ীরে দেয়া তথ্যমতে হামলাকারীদের আটকের চেষ্টা করেছে পুলিশ এবং বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জেড়েই এ ঘটনা ঘটেছে।