Tue. Oct 14th, 2025
Advertisements

 

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধ: পিরোজপুরের ইন্দুরকানীতে কচা নদীতে স্রোত ও কচুরিপানা চাপে সকাল থেকেফেরি চলাচল বন্ধ রয়েছে যাত্রী সাধারন জীবনের ঝুকি নিয়ে ট্রলারে পারাপার হচ্ছে। রবিবার ২০ অক্টোবর সকাল থেকে স্রোত ও কচুরি আপনার চাপে ফেরি বন্ধ রয়েছে আজকে অফিস আদালত খোলা থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দূর দুরান্তের যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।টগরা ও চরখালী দুই প্রান্তে শত শত গাড়ির সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে টগড়া চরখালী ফেরির মাস্টার আলমগীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন সকালে ফেরিঘাট দেয়ার পরে ফেরি ছাড়তে আর পারিনি কচুরিপানার চাপেফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছ।
এই সুযোগ স্থানীয় ট্রলার মালিকগন খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় সহ অতিরিক্ত যাত্রি পারাপার করছে দুর দুরান্ত যাত্রিরা জীবনের ঝুকি নিয়ে নদী পার হচ্ছে। ফেরির মাস্টার আলমগীর হোসেন বালেন জোয়ার না আসা পর্যন্ত পেরি চালু করা যাবেনা জোয়ার এলের কচুরি আপনার চাপ কমে যাবে তখন পেরি চালি করা যাবে।