পিরোজপুর প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ২০০৬ সালে ঢাকায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সেই সময় লগি বৈঠা দিয়ে পিটিয়ে নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে জামায়াত ইসলামী বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গন সমাবেশের আয়োজন করা হয়। গত সোমবার (২৮ অক্টোবর) পিরোজপুর টাউন ক্লাব মাঠে বিকেল ২.৩০ মিনিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গন সমাবেশে জেলা, উপজেলা, শহর ও অত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হাজার হাজার সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বেই টাউন ক্লাবের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর (রঃ) সুযোগ্য পুত্র, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি জামাতের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মাসুদ সাঈদী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা সিদ্দিকুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহরাব হোসেন জুয়েল, ওলামা বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, জেলা দাওয়া বিভাগের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা মুসা, পিরোজপুরের আলোর সম্পাদক ড. আব্দুল্লাহিল মাহমুদ, পিরোজপুর পৌর আমির মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা আমির অধ্যাপক শরীফ মোহাম্মদ আবদুল জলিল, মাওলানা আমির হোসেন খান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আলী হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, ছাত্র শিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান খান, জেলা সেক্রেটারি মোঃ ইমরান খান প্রমুখ।
এসময় পিরোজপুর সাংস্কৃতিক কেন্দ্রের সুরের ছোঁয়া শিল্পী গোষ্ঠী, তাকওয়া শিল্পী গোষ্ঠী, সুর কোরাস শিল্পী গোষ্ঠী, নব তরঙ্গ শিল্প গোষ্ঠী৷ ও সুর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।