Sun. Oct 12th, 2025
Advertisements

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা হামদ, নাত, আযান, কিরাত, রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামী ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মনিরুজ্জামান। এ সময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল আলীম, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আফজাল হোসেন শোয়াইব। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করে আলোর দিশা শিল্পী গোষ্ঠীর পরিচালক মাজহারুল ইসলাম।