Tue. Oct 14th, 2025
Advertisements

বায়েজিদ মাহমুদ : যশোরের ঝিকরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে গতকাল সাদিয়া নামের একটা মেয়েকে মাটিকোমরা দক্ষিণপাড়া মসজিদের পিছনে মান্নান মিয়ার বাগানে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মাটিকোমরা গ্রামের ফজু মিয়ার ছেলে বাবুর মেয়ে সাদিয়া। বয়স তার সাত বছর।গতকাল দুপুর বারোটা থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে মসজিদের মাইকে হারিয়ে গেছে সেই মর্মে প্রচার করা হয়। অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যায়নি তখন তার পরিবারের লোকজন ও গ্রামবাসী থানায় অভিযোগ করে এসে রাতে যখন তার বাড়ির আশেপাশে এবং বাগানে খোঁজা শুরু করল তখন তার দেখা মিলল দক্ষিণ পাড়ার মান্নান মিয়ার বাগানে। ধারণা করা হচ্ছে তার পাশের বাড়ির তার ফুফুর হাতে তার মৃত্যু হয়েছে। তার ফুফু ছিল মাদকাসক্ত। সাদিয়ার কানের দুল বিক্রি করে নেশার টাকা জোগাড় করবে বলে তাকে অপহরণ করে। পরে সে ধরা পড়ে যাবে এ ধারণা করে তাকে মেরে ফেলে রেখে যায়। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে এই মাদকের ভয়াবহতা। পুলিশ স্থানীয়ভাবে সন্দেহবশত চম্পা নামের সেই মহিলাটিকে গ্রেফতার করেছে। এলাকাবাসী এই খুনের সুস্থ তদন্ত এবং হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করেছে। যাতে ভবিষ্যতে এমন কাজ কেউ করতে না