স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের অন্যতম সংগঠক সাবেক জাতীয় দলের খেলোয়াড় মো: লিটন খানের নেতৃত্ত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত র্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ব্যাপক শোডাউন করে।
৮ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোডাউন শুরু হয়ে কাকরাইল শাহবাগ ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে র্যালি পূর্ব লক্ষ লক্ষ জনতার মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এ সময় তারেক রহমান বলেন, বিগত কয়েক বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। নির্ধারিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য অঅন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো: আমিনুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের অন্যতম সংগঠক ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় মো: লিটন খান বিভিন্ন জেলার ক্রীড়াবিদদের র্যালিতে অংশ গ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।