খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও গুরুত্ব আহত হয়েছে একজন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাজেদুল ইসলাম (৪৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। পেশায় তিনি ধান ব্যবসায়ী।
পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজী পাড়া গ্রামের ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে ব্রাদার্স হিমাগারে কাছাকাছি পৌছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি সাদা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ধান ব্যবসায়ী মাজেদুল ইসলাম। এ সময় গুরুত্বর আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক । স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তারাগঞ্জ মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংর্ঘষে মোটরসাকেল চালক মারা গেছে ও আরেক আরোহী আহত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হচ্ছে