Mon. Mar 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

১২ দলীয় জোটরে শরীক জাতীয় গণতান্ত্রকি র্পাট-ি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশদে প্রধান বলছেনে, অর্র্ন্তবতী সরকাররে হানমিুন পরিয়িডরে সময় শষে, এবার রোডম্যাপ ঘোষণা করুন। তবে অর্ন্তর্বতী সরকাররে সফলতাও আছ।ে তারা দায়ত্বি গ্রহণরে পর ৯৯ দনিে এই সরকার আর্ন্তজাতকি সর্ম্পক উন্নয়ন, ডলার সংকট দূরীকরণ, রমেটিন্সে বৃদ্ধ,ি কন্দ্রেীয় ব্যাংকরে রজর্িাভ বৃদ্ধ,ি বাণজ্যি প্রসাররে পথ উন্মোচন করছে।ে ছাত্র জনতা এবং গণতান্ত্রকি রাজনতৈকি সহায়তায় জুডশিয়িাল ক্যু, সংখ্যালঘু নর্যিাতনরে মথ্যিাচার, র্গামন্টেস বশিৃঙ্খলা, পাহাড়ে অশান্তি সৃষ্ট,ি আনসারদরে দয়িে সচবিালয় ঘরোও, ইসকনকে ব্যবহার, ট্রাম্পরে ছবি ব্যবহারসহ নানাবধি আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্র রুখে দয়িছে।ে

তনিি বলনে, সরকারকে বুঝতে হবে সরকাররে কাঠামো ১ জনকে দয়িে চলে না। ড. মুহাম্মদ ইউনুস একা কছিু করতে পারবনে না। প্রশাসনকি কাজে অভজ্ঞিতার অভাবে উপদষ্টোদরে অনকেইে আওয়ামী অনুগত সচবিদরে পুতুল হয়ে গছেনে। তাই অনকে মন্ত্রণালয় অর্কাযকর এবং গতহিীন। ভারতরে প্রসেক্রপিশনে অর্র্ন্তবতীকালীন সরকার উপদষ্টো পদে আওয়ামী প্রতোত্মাদরে নয়িোগ দওেয়া শুরু করছে।ে এভাবে নতুন বাংলাদশে চলতে পারে না।

রাশদে প্রধান বলনে নষ্ক্রিয়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলশি সদর দপ্তর। আইন শৃঙ্খলা বাহনিীতে বহাল তবয়িতে আওয়ামীপন্থীরা। গণহত্যার জন্য গুলরি নর্দিশেদদাতা বজিবি,ি আনসার বাহনিীর র্কমর্কতারাও বহাল তবয়িত।ে আওয়ামী সন্ডিকিটে দমানো যায়ন।ি দ্রব্যমূল্যরে র্ঊধ্বগততিে দশেরে মানুষ দশিহোরা। শয়োর বাজাররে তলানতি,ে জনশক্তি রপ্তানতিে কাঙ্ক্ষতি গতি বাড়নে।ি পলিখানা ও শাপলা চত্বর গণহত্যার পুনঃ তদন্তরে উদ্যোগ নইে। স্বাস্থ্য সবোয় ভয়াল অবস্থা, বষৈম্যবরিোধী আন্দোলনরে আহতদরে সূচকিৎিসা এখনো নশ্চিতি হয়ন,ি শহীদ পরবিাররা এখনো অসহায়।

আজ শুক্রবার (১৫ নভম্বের -২৪) সকালে শফউিল আলম প্রধান মলিনায়তনে জাতীয় গণতান্ত্রকি র্পাট-ি জাগপা আয়োজতি অর্র্ন্তবতী সরকাররে ৯৯ দনি- জনগণরে প্রত্যাশা এবং প্রাপ্তি র্শীষক আলোচনা সভায় প্রধান অতথিরি বক্তব্যে এসব কথা বলনে।

বক্তব্য রাখনে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসনে, প্রসেডিয়িাম সদস্য আসাদুর রহমান খান, হাজী মোঃ হাসমত উল্লাহ, বীর মুক্তযিোদ্ধা সয়ৈদ শফকিুল ইসলাম, সাংগঠনকি সম্পাদক এস এম রওশন আলম, সহ সাংগঠনকি সম্পাদক আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সদস্য সচবি আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনকি সম্পাদক হোসনে আরা হাসু, জাগপা ছাত্রলীগরে সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, সরকার, মনোয়ার হোসনে, দদিার হোসনে, মোঃ বাবুল, মরেনিা আক্তার আরজু, জনি নন্দী, পাবলে সরকার, মোঃ হাসান, আল আমনি প্রমূখ।