Sun. Oct 12th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেক্সঃ  ১৫ ডিসেম্বর রবিবার রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ শতভাগ রপ্তানিকারক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেডে আনন্দ উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লিং লেদারের নির্বাহী পরিচালক খাজা রেহান বখত, সিএফও মোঃ কেরামত আলী, মহাব্যবস্থাপক এম এম খালিদ আহসান ও প্রায় দুই হাজার শ্রমিক এবং সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারী । শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও অতিথীদের অংশগ্রহণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। রাফেল ড্র তে প্রথম পুরস্কার walton 50 ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন ব্লিং লেদারের সুইং বিভাগের কর্মী শ্রীমতি সুমিত্রা (পূর্ব কূর্শা, তারাগঞ্জ)। দ্বিতীয় পুরস্কার দুটি স্মার্টফোন পেয়েছেন ব্লিং লেদারের কর্মী মৌসুমী এবং ময়না। তৃতীয় পুরস্কার ছিল পাঁচটি কমফোর্ট, চতুর্থ পুরস্কার ছিল দশটি মোবাইল ফোন সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও নিয়মানুবর্তিতা, কর্ম দক্ষতা ও অন্যান্য গুণাবলীর আলোকে সাতজন কর্মীকে বর্ষসেরা কর্মীর পুরস্কার প্রদান করা হয়।